Wednesday, July 31, 2019

সাকিব-বুবলির হিট সুপাটহিট ছবি এবার ঈদে- মনের মত মানুষ পাইলাম না ।

আসছে ঈদে ঢালিউডের শীর্ষ তারকাখ্যাত নায়ক শাকিব খানের একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। জাতীয় চলচ্চিত্রপুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবির নাম ‘মনের মত মানুষ পাইলাম না’। গত মঙ্গলবার সেন্সরে ছবিটি বিনাকর্তনে ছাড়পত্র পায়। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবির। তিনি বলেন, ছবিটি দেখে খুবই ভালো লেগেছে আমার। শুধু আমার না বোর্ডের সকলেই বেশ প্রশংসা করেছেন। প্রশংসা পাবার মত ছবি এটি।

আশা করি, আসছে ঈদে দর্শকরা সিনেমা হলে একটা পরিচ্ছন্ন সিনেমা দেখতে পাবেন।

এদিকে শাকিব খানও ছবির শুটিংয়ের সময় থেকে বলে এসেছেন যে, ভালো একটি গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। শাকিব খান ছবিটি সেন্সর পাবার পর জানালেন, দারুন একটি গল্প নির্ভর ছবি এটি। সেন্সর পাওয়ার খবর পেয়েছি। ছবিটি সেন্সর বোর্ডে দেখার পর সবাই প্রশংসা করেছেন। আশা করি, ‘পাসওয়ার্ড’-এর পর দর্শকরা ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি দেখেও এবার ঈদে মুগ্ধ হবেন। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সঙ্গীত করছেন শফিক তুহিন। এরমধ্যে দুটি গানের দৃশ্যায়ন হয়েছে তুরস্কে। সিনেমাটি প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।

No comments:

Post a Comment