Thursday, August 15, 2019

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালী করেছেন- এমপি শাওন।।

আইসিটি নিউজ বিডি২৪ ডট কম, লালমোহন প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ, লালমোহন পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেণ।
বৃহস্পতিবার সকাল ১০টায় লালমোহন উপেজলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেণ তিনি। পরে স্থানীয় থানার মোড় আওয়ামীলীগ অফিসের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোক র্র্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শোক র্র্যালিটি লালমোহন পৌর শহরের গুুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপেজলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেণ।

 

No comments:

Post a Comment