Gallery

Advertisement

Main Ad

Travel

Technology

11

শরণখোলায় সুশীলনের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের সাধারণ সভা অনুষ্ঠিত।

আইসিটিনিউজ বিডি২৪: মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধি।। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের তদারকিতে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগীতায় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সীডর আক্রান্ত বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ৫নং পোল্ডারে বলেস্বর নদীর ওয়াপদার ভেঁড়িবাঁধ,  বনায়ন কর্মসুচী, উন্নত প্রযুক্তির গেট নির্মানের কাজ চলছে।

উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প ফেজ-১ এর  আওতায় পানি ব্যবস্থাপনা দল (ডব্লিউ এম সি) গঠনের নিমিত্তে এডহক কমিটি গঠনের জন্য সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার( ২২ আগষ্ট) সকাল ১০ টায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা সাইক্লোন সেন্টারে সাউথখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ খাঁনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সুশীলনের সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব-সরকারি উন্নয়ন সংস্থার উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সাবেক প্রধান শিক্ষক নজিরউদ্দীন আহম্মেদ, স্থানীয় উন্নয়ন কর্মী জাকারিয়া খাঁন মিঠু, আব্দুল্যা হক হাওলাদার,  জাকারিয়া হোসেন ও তাহমিনা আক্তার। সাধারণ সভায় অংশগ্রহন করেন অত্র এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, চিকিৎসক, সমাজকর্মী, সুধী ও দুই শতাধীক নারী পুরুষ। অনুষ্ঠায় সফলতায় দায়িত্ব পালন করেন সুশীলনের কমিউনিটি অর্গানাইজার  বিপ্লব কুমার মন্ডল, নাসরিন আক্তার, সেলিম হোসাইন(সাউথখালী),  হুমায়ুন কবীর ও কুলসুম( রায়েন্দা), নাজির আহম্মেদ ও হাসান মাহমুদ প্রমুখ।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner