Sunday, September 15, 2019

নাচোল খ.ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়রে ৪তলা একাডেমকি ভবনের নির্মান কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম নাচোল-(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা নাচোল খ.ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়রে ৪তলা একাডেমকি ভবনের নির্মান কাজ পরিদর্শন করেছেন।
আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জরে নাচোল খুরশদে মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের নির্মান কাজ পরিদর্শণ করনে উপজলো নির্বাহি অফিসার সাবিহা সুলতানা। এসময় উপস্থতি ছিলেন উপজলো মাধ্যমকি শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দনি খান ,নাচোল থানার অফিসার ইর্নচাজ সেলিম রেজা, স্কুলরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুর রউফসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিদ্যালয়রে অভিযোগ ও পরামর্শ বক্স, দানবাক্সের উদ্বোধন করা হয়।

No comments:

Post a Comment