Thursday, September 12, 2019

কালিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ও বিস্তার রোধে পর্যালোচনা সভায় জেলা প্রশাসক মোস্তফা কামাল

আইসিটিনিউজ বিডি২৪: মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতা মূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাষক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এইচ,এম গোলাম রেজা, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, উপজেলা সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  পরে বিকাল সাড়ে ৫টায় উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জিরনগাছা হাট প্রাঙ্গনে ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা ও উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাষক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন প্রমূখ। আলোচনা সভা শেষে ডেঙ্গু বিষয়ক পট গান অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment