Gallery

Advertisement

Main Ad

Travel

Technology

11

কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত-১

আইসিটিনিউজ বিডি২৪: মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বদর উদ্দীন গাজী(৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১২আগষ্ট দুপুর ০১.৩০ মিনিটে কালিগঞ্জ শ্যামনগর মহা সড়কের মৌতলা ইউনিয়নের পিরোজপুর নামকস্থানে এ  দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গ্রামের মৃত কালু গাজীর পুত্র।  স্থানীয় সূত্রে জানা যায় উকশা চৌমুহনী থেকে বাইসাইকেল যোগে পিরোজপুর হাটখোলায় আসার সময় পিরোজপুর বাসস্ট্যান্ড সংলগ্নে পৌছালে শ্যামনগর থেকে আসা মটরসাইকেল তার সাইকেলে ধাক্কা দিলে সে মারাতœক আহত হয়। আহত অবস্থায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৈয়বুর রহমান তার অবস্থা আশংঙ্খা জনক দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করে। সাতক্ষীরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংঙ্খা জনক দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। নিহতের পুত্র শাহাজানের নিকট মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি এপ্রতিনিধি কে বলেন সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকাল সাড়ে ৪টার সময় আমার বাবা মারা যায়। কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner