Sunday, September 1, 2019

কালিগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত -৫

আইসিটিনিউজ বিডি২৪. মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা মৌতলা ইউনিয়নে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুত্বর আহত
হয়েছে। গতকাল রবিবার বেলা ১০ টায় এই দুর্ঘটনা দুটি ঘটে। ঘটনাটি
কালিগঞ্জ-মুন্সিগঞ্জ মহাসড়কের নতুন হাট নামক স্থানে মটর  সাইকেল ও
ভ্যানের সংঘর্ষে মটর সাইকেল আরোহীরা মারাত্বক আহত হয়। আহতরা হলেন
পাইকগাছা উপজেলার হাফিজুর রহমানের পুত্র সোহাগ (১৫), দেবহাটা উপজেলার
বরেয়া গ্রামের আবু সাঈদের পুত্র সলেমান (২৩), উপজেলার পুষ্পকাটি গ্রামের
রবিউল ইসলামের পুত্র রাশিদুল ইসলাম (২২), কুলিয়া গ্রামের মোস্তফা গাজীর
পুত্র ইয়াসিন আলী (২৩), স্থানীয় জনগন কািলগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে
তারা দ্রæত ঘটনাস্থলে পৌছে আহতদেরকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করে। পরে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের দুদলী বাস্টষ্টান সংগলœ এলাকায় বেলা
সাড়ে ১০ টায় পৃথক আরেকটি মটর সাইকেল দুর্ঘটনায় দুদলী গ্রামের আছের আলী
মোল্লার পুত্র আবু হাসান (৩৪), এর পিছন থেকে মটর সাইকেল ধাক্কা দিলে
মারাত্বক আহত হয়ে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। বিষয়টি কালিগঞ্জ
স্বাস্থ্য কমল্পেক্সের টি এইচ এ তৈবুর রহমানের জানতে চাইলে তিনি বলেন
দূর্ঘটনায় আহত রুগীদের অবস্থা আশংখ্য জনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে
রেফার করা হয়।

No comments:

Post a Comment