Thursday, September 26, 2019

শিবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম,নাচোল-(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ১৪নং ধাইনগর ইউনিয়নের নাঁককাটিতলা ঘাটের মহানন্দা নদীতে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ছিল ৩টি দল। তার মধ্যে প্রথম স্থান জয়লাভ করেছে গুয়াবাড়ি চাঁনপুর, দ্বিতীয় হয়েছে চাঁপাই পালশা‌ ত্বীতীয় হয়েছে চককিত্তি। প্রথম পুরুষ্কার একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একটি রঙ্গিন টেলিভিশন ও ত্বিতীয় পুরুস্কার একটি টার্চ মোবাইল।
বাইচ খেলা শেষে পিরগাচ্ছী শ্মশানঘাটি নামক জায়গায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ ১-আসনের মাননীয় সংসদ সদস্য সামিউল হক শিমুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,ক, ম তাবারিয়া চৌধুরী ও এলাকার আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment