Thursday, September 5, 2019

আইসিটিনিউজ বিডি২৪:

এমপি শেখ হেলালের সাথে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত
মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী এস এম আতাউল হক দোলন আজ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, দক্ষিনবঙ্গের আওয়ামী লীগের কান্ডারী ও বাগেরহাট-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেন। বৃহস্পতিবার বেলা ১১ দিকে বিভাগীয় প্রশাসন খুলনা কার্যালয় উপজেলা নির্বাচন পরবর্তী এলাকার উন্নয়ন নিয়ে সাক্ষাৎ করেন বলে জানা যায়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলিসহ অন্যান্য নেতৃবৃন্দ । উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন জানান, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, দক্ষিনবঙ্গের আওয়ামী লীগের কান্ডারী শেখ হেলাল এমপি সাহেব এর সাথে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সাক্ষাৎ করি, এসময় তিনি আমাদের শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বিষয়ক খোঁজ খবর নেন এবং আগামীতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

No comments:

Post a Comment