Saturday, September 14, 2019

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সফু হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ।

আইসিটিনিউজ বিডি২৪: মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু গুরুত্বর অসুস্থ্য হয়ে সাতক্ষীরাস্থ সিবি হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন আছেন। তিনি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হন। তাৎক্ষনিক ডাঃ হাবিবুল্যাহ সাহেবকে দেখাইলে তিনি দ্রুত পরীক্ষা নিরীক্ষার জন্য পরামর্শ দিলে তাকে লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশিষ্ট চিকিৎসক ডাঃ এবি এম রিয়াজ কওছার কে দেখানো হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে নিরব পর্যবেক্ষনে নেওয়ার পরামর্শ দিলে রাত ১১ টায় সিবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন কুমার দাশ এর তত্বাবধানে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। শেখ  সাইফুল বারী সফু’র দ্রুত সুস্হ্যতা কামনা করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কালিগঞ্জ ইউ এন ও, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সুশীলনের উপ পরিচালকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment