আইসিটিনিউজ বিডি২৪: নিজস্ব সংবাদদাতা: পৃথিবীর প্রত্যেক মানুষের ‘না’ বলার অধিকার আছে, সবার উচিত এটাকে সম্মান করা— আর এই বার্তা নিয়েই অরুণ চৌধুরী ‘মায়াবতী’ সিনেমাটি নির্মাণ করেছেন।
‘আমরা চেষ্টা করেছি বিষয়টি সুন্দরভাবে সিনেমায় উপস্থাপন করতে’, বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
‘মায়াবতী আড্ডা’ অনুষ্ঠানে আসা শিল্পী ও অতিথিরা। ছবি: প্রথম আলোপৃথিবীর প্রত্যেক মানুষের ‘না’ বলার অধিকার আছে, সবার উচিত এটাকে সম্মান করা— আর এই বার্তা নিয়েই অরুণ চৌধুরী ‘মায়াবতী’ সিনেমাটি নির্মাণ করেছেন।
‘আমরা চেষ্টা করেছি বিষয়টি সুন্দরভাবে সিনেমায় উপস্থাপন করতে’, বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
গতকাল সোমবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে তিশা দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আহ্বান জানান। তিশা বলেন, ‘অনেক প্রতিবন্ধকতার মধ্যেও নির্মাতারা সিনেমা বানান শুধু দর্শকদের জন্য। দর্শক যখন প্রেক্ষাগৃহে সপরিবারে সিনেমা দেখতে আসেন, তখনই আসলে এত পরিশ্রম সার্থক হয়। আর ভবিষ্যতে নির্মাতাদের আরও সিনেমা বানাতে সাহস জোগায়। দর্শকদের বলতে চাই, তাঁরা যেন সিনেমা দেখেন, তাঁদের মন্তব্য জানান এবং সাপোর্ট করেন।’
মাঝে আর মাত্র দুই দিন। শুক্রবার ১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়াবতী’। ছোট পর্দায় সুপরিচিত নির্মাতা অরুণ চৌধুরীর পরিচালনায় এ ছবিতে জুটি হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। ছবিটির মুক্তি উপলক্ষে ‘মায়াবতী আড্ডা’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক অরুণ চৌধুরী, অভিনেত্রী আফরোজা বানু, নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা নরেশ ভুঁইয়া, ইয়াশ রোহান, সংগীতশিল্পী আগুন, প্রযোজক আনোয়ার আজাদসহ অনেকে। ‘মায়াবতী আড্ডা’ আয়োজনটি একপর্যায়ে শিল্পী, কলাকুশলী, সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে জমজমাট মিলনমেলায় পরিণত হয়।
২০১৮ সালে ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে ইয়াশ রোহানের। এক বছর পর আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। অনুষ্ঠানে ইয়াশ রোহান বলেন, ‘মায়াবতী’ আমার দ্বিতীয় সিনেমা। এর গল্পটা খুব চমৎকার। সিনেমাটির যে কয়টি জায়গায় সুযোগ ছিল, আমি ভালো করার চেষ্টা করেছি। এখন আমার ক্যারিয়ারে এমন একটি সিনেমা খুব দরকার ছিল। অনেক কিছু শিখেছি। সবাইকে পরিবার নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
সূত্র: প্রথম আলো।
No comments:
Post a Comment