Thursday, September 12, 2019

তথ্য ও সেবায় সবসময় “৩৩৩” সেবার সঠিক ব্যবহার করে সল্পসময়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব ঃ ডিসি আসলাম হোসেন।

আইসিটিনিউজ বিডি২৪: খন্দকার সাদিকুল আলম ॥ মাননীয় প্রধানমন্ত্রী এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা মহাদয়ের নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক বাস্তবায়িত তথ্য ও সেবা সবসময় কলসেন্টার “৩৩৩ “ এর মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণার লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই  প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, “৩৩৩“  নাম্বার কল সেন্টারটিতে কল করে যে কোন ব্যক্তি বিভিন্ন ধরনের তথ্য ও অভিযোগ জানাতে পারবেন। তার মধ্যে সরকারি বিভিন্ন সেবা কিভাবে পাওয়া যাবে তার তথ্য, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগ, পর্যটন আকর্ষন যুক্ত স্থানসমুহের তথ্য, বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য, ইসলামিক মাসআলা মাসায়েল, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য ও অভিবাসনে প্রতারনার শিকার হলে অভিযোগ জানানো, আবহাওয়ার তথ্য ও রেল সেবার তথ্য। এই সেবাটি গ্রহণ করতে প্রতি মিনিটে .৮০ পয়সা চার্য প্রদান করতে হবে। এই সেবার মাধ্যমে সমাজে যে কোন ধরনের অপরাধ যেমন বাল্য বিবাহ, মাদক বা যে কোন নির্যাতনের তথ্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী, চেয়ারম্যান বা জেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে জানানো সহজ হবে। তিনি বলেন, এতে করে সমাজে অপরাধ প্রবনতা কমবে এবং সেবার সঠিক ব্যাবহার করে সল্প সময়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, এখানে তথ্য প্রদান কারি বা সেবা গ্রহণ কারির ব্যক্তিগত তথ্য চাওয়া হয়না এবং তথ্য প্রদানকারি প্রয়োজনে অবশ্যয় তার পরিচয় গোপন রাখতে পারবেন। প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা যুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল,তামান্না তাসনীন, মাহেরা নাজনীন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment