Saturday, September 14, 2019

মেলান্দহে সড়কে অবাধে চলছে( ভটভটি) ট্রাক্টর।

আইসিটিনিউজ বিডি২৪: সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ( জামালপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় মেলান্দহের সড়কে অবাধে চলছে (ভটভটি)ট্রাক্টর।এটি মূলত কৃষি জমি চাষাবাদের জন্য ব্যবহৃত হওয়ার কথা থাকলেও এখন ট্রাক্টরের সাথে পন্য পরিবহনের জন্য বড়ি সংযোজন করে চলছে পন্য পরিবহন।সড়ক দূর্ঘটনার অন্যতম কারন হলো ভটভটি। কারন হিসেবে জানা যায়,এই গাড়ীর চালক তেমন দক্ষতা সম্পন্ন নন।নেই গাড়ী চালানোর বৈধ লাইসেন্স। সড়কে চলার নেই (বি আর টি এ)প্রশাসনের অনুমোদন।ঝুকিপূর্ন মুহুর্তে গাড়ীর ব্রেক  অন্য গাড়ীর মত কাজ  করে না। অবাধে ভটভটি চলার ফলে সড়কেরও  ব্যপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সৃষ্টি হচ্ছে ছোট বড় খানা খন্দের।  সড়ক তাড়াতাড়ি  চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে।সড়কে চলাচলরত  (বি আর টি এ) অনুমোধনহীন   ভটভটির বিরুদ্দে বিগত সময় ট্রাফিক সপ্তাহেও জোরালো কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। তাই বিশিষ্ট জনদের দাবি,  সড়কে দুর্ঘটনা কমাতে ভটভটিসহ ধীর গতি সম্পন্ন গাড়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

No comments:

Post a Comment