Thursday, September 26, 2019

নাচোলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত।

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম নাচোল-(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১-৭ অক্টোবর)উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভায় মুলবক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)বরজাহান আলী, স্বাস্থ্য সহকারী রাকিব উদ্দিন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন,ব্যাক ম্যানেজার জাকির হোসেন, এশিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জুয়েল রানা।
ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া বলেন, আগামী ১অক্টোবর/১৯ইং জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হবে। নাচোল উপজেলার সকল এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিশুদের কৃমি নাশক ঔষধ সেবন করা হবে। কৃমি হলে এ্যাপেন্ডিসাইটিস, পুষ্টি হীনমন্যতা, মস্তিষ্কের ক্ষতি, রক্ত স্বল্পতাসহ বিভিন্ন জটিল অসুখে আক্রান্ত হয়। প্রতি কারের জন্য সমাজের সকলকে সচেতন হতে হবে। সরকারের এই মহৎ উদ্যোগ সফল ভাবে বাস্তবায়ন করতে সকলের সহযোগীতা প্রয়োজন।

No comments:

Post a Comment