Wednesday, September 11, 2019

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত, আহত-১

আইসিটিনিউজ বিডি২৪: মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ কালিগঞ্জের দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবলীগ কর্মীর। এসময় আরো এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্যামনগর উপজেলার খানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী মুস্তাফিজুর রহমান(২৭) শ্যামনগর উপজেলার নুরনগর ইউপির শহিদ আলিপুর গ্রামের আবু মুসার পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা যুবলীগের একটি প্রতিবাদ অনুষ্ঠান শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে  খানপুর নবাব মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবলীগ কর্মী মুস্তাফিজ ও হাফিজুল গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপানিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজকে মৃত ঘোষণা করেন এবং হাফিজুলকে খুলনা দুইশ পঞ্চাশ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। হাফিজুল এর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে

No comments:

Post a Comment