Tuesday, October 15, 2019

কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: মাসুদ পারভেজ,বিশেষ প্রতিনিধি: গতকাল ১৪ অক্টোবর সোমবার বেলা ১০টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের আভ্যন্তরিন দ্বন্দ্বের কারণে গত ২০১৫ সাল হইতে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি না হওয়ায় গত ৫ অক্টোবর জেলা আওয়ামীলীগ একটি সুষ্ঠ সম্মেলন সম্পন্নের নিমিত্তে একটি প্রস্তুতি কমিটি অনুমোদন করেন, যা কালিগঞ্জ উপজেলার তৃনমুল আওয়ামীলীগের আশার প্রতিফলন ঘটায়নি। অনুমোদিত কমিটিতে নেতিবাচক ব্যক্তিদের ও উপস্থিতি বর্তমান। গতকাল মূলত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নব গঠিত আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত সভা থাকলেও বিক্ষুব্দ, বঞ্চিত ও লাঞ্চিত নেতা কর্মীরা অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হন। বার বার চেষ্টা করেও তাদের কে সভা স্থল থেকে বের করা যায়নি। তাই মূলত বর্ধিত সভা পরিনত হয় কর্মী সভাতে। জেলা আওয়ামীলীগের হস্তক্ষেপে এক পর্যায়ে কিছুটা আলোচনার পরিবেশ সৃষ্টি হলে বিশেষ কোন সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি নেতৃবৃন্দ। এ পর্যায়ে দুটি মাত্র সিদ্ধান্ত গৃহীত হয়েছে ১। প্রত্যেক ইউনিয়ন থেকে ৩১জন করে কাউন্সিলার নির্বাচন করতে হবে এবং সে কাউন্সিলার লীষ্টে অবশ্যই প্রস্তুতি কমিটির আহবায়ক, দুই যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিব সহ সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকতে হবে। ২। আগামী ১৫ই নভেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করতে হবে। সিদ্ধান্ত দুটি গৃহীত হলেও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলার থাকতে পারবেন কি না বা কি প্রক্রিয়ায় কাউন্সিলার সংগ্রহ করা হবে এবং কবে থেকে কার্যক্রম শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন আলোচনা হয়নি। তৃনমুল আওয়ামীলীগে আশার প্রতিফলন না ঘটায় এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি প্রাক্তন সংসদ সদস্য আলহাজ্ব মুনসুর আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। তারালী ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জে উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্য ও ইউনিয়ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment