Friday, October 18, 2019

শেখ রাসেলের জন্মদিনে “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” এর আয়োজনে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: বিশেষ প্রতিনিধি: শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে  “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” এর কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে  দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮-১০-২০১৯ রোজ শুক্রঃবার বিকাল ৪ ঘটিকার সময়, কেন্দ্রীয় কার্য়ালয়, বনশ্রী, রামপুরা-ঢাকা।

অনুষ্ঠানে “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন জেবিন সুলতানা কান্তা বলেন, ১৯৭৫ সালে নির্মম ভাবে হত্যা করা হয় শেখ রাসেলকে। রাসেল নির্দোশ। আল্লাহ তাদের বিচার করবে।

“জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আইসিটিবিদ নজরুল ইসলাম (শুভ রাজ) বলেন ১৯৭৫ সালের কালো রাত্রী আর বাংলাদেশের জনগন দেখতে চায়না। শেখ রাসেল জাতীর পিতা বঙ্গবন্ধুর সহচর ছিলেন। শেখ রাসেল নিরঅপরাধ, শেখ রাসেল জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই ছিলেন। বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা সুখে- দুঃখে এখনো শেখ রাসেলের জন্য কাদেঁন।

শুভ রাজ আরো বলেন হায়নার দল এখনো এদেশে আছে আমাদের সজাগ থাকতে হবে, শুধু তাই নয় বঙ্গবন্ধুর ইতিহাস বলতে হবে। ১৯৭৫ সালের কালো রাত্রীর ইতিহাস বলতে হবে। নতুন প্রজন্মকে শেখ রাসেলের জন্ম ও মৃত্যুর ইতিহাস বলতে হবে। “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” এর নেতাকর্মিকে সকল জেলা,উপজেলা, ইউনিট কমিটিতে দোয়া ও মাহফিলের মাধ্যমে কেক কাটা অনুষ্ঠান করতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জেবিন সুলতানা কান্তা, সভাপতি “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” কেন্দ্রীয় কমিটি।     নজরুল ইসলাম (শুভ রাজ), সাধারন সম্পাদক “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” কেন্দ্রীয় কমিটি। এ্যডঃ সফিউল আলম সুজন, সিনিয়র সহ-সভাপতি “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” কেন্দ্রীয় কমিটি। মনোয়ার জাহিদ রোকন, সাংগঠনিক সম্পাদক “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” কেন্দ্রীয় কমিটি। সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” কেন্দ্রীয় কমিটি। সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” কেন্দ্রীয় কমিটি। আদম আলী যুগ্ন সম্পাদক “জয় বাংলা তথ্য প্রযুক্তি লীগ” কেন্দ্রীয় কমিটি। ঢাকা মহানগর দক্ষিন,ঢাকা মহানগর উত্তর, খুলনা সদর জেলা, খুলনা মহানগর, শরীয়তপুর জেলা সহ বিভিন্ন জেলা মহানগরের নেতীবৃন্দ।

No comments:

Post a Comment