Saturday, October 19, 2019

নাচোল মহিলা ডিগ্রী কলেজে প্রথম বর্ষের অনার্স ক্লাসের উদ্বোধন। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা ডিগ্রী কলেজে প্রথম বর্ষের অনার্স ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উক্ত কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আশিষ কুমার চক্রবর্তি, প্রভাষক নূর কামাল, আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কলেজের শিক্ষকরা।
অধ্যক্ষ ওবাইদুর রহমান জানান, ১ম বর্ষের(২০১৯-২০২০) শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীতে বাংলা, রাস্ট্র বিজ্ঞান ও ইতিহাস বিষয়ে মোট ৫৭জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ক্লাস শুরু করা হলো।

No comments:

Post a Comment