Sunday, October 6, 2019

নাচোলে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ক্রাচ ও হুইল চেয়ার বিতরণ। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ক্রাচ ও হুইল চেয়ার সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে এ উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর রশিদ ও সহকারি মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মজিদুল হক প্রমুখ।
আলোচনা শেষে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।

No comments:

Post a Comment