Gallery

Advertisement

Main Ad

Travel

Technology

11

নাচোলে তে-ভাগা আন্দোলনের রাণী ইলামিত্রের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তে-ভাগা আন্দোলনের কিংবদন্তী রাণী ইলামিত্রের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

নাচোল ইলামিত্র পাঠাগার ও ইলামিত্র সংসদ এর আয়োজনে আজ শুক্রবার বেলা সাড়ে ১০দিকে উপজেলার নেজামপুর ইলামিত্র পাঠাগার পাঙ্গনে জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইলামিত্র সংসদ এর সভাপতি শ্রী বিধান শিং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোলের”বই লেখক ও প্রকাশক আলাউদ্দিন আহাম্মেদ বটু, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও কলামিষ্ট সাজিদ তৌহিদ, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নওগাঁ গলিহার ডিগ্রী কলেজের প্রভাষক এস.এমজুলফিকার আলী, নেজামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেকমেম্বার আব্দুস সামাদ ও
 বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে কেক কাটা হয়। প্রধান অতিথি সাবিহা সুলতানা কেক কেটে ছোট ছোট বাচ্চাদের মূখে কেক দুলে দিয়ে রাণী ইলামিত্রের জন্ম বার্ষিকী পালন করেন। বক্তারা ইলামিত্রের কর্মজীবনী ও তেভাগা আন্দোলনের দৃশ্যপটের তুলেধরেন।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner