Gallery

Advertisement

Main Ad

Travel

Technology

11

প্রিয়াঙ্কা নিককে হাসিয়েছেন, কাঁদিয়েছেনও প্রিয়াঙ্কা। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪:নিজস্ব প্রতিবেদন:

মার্কিন পপ তারকা নিক জোনাসের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে। ২২ ঘণ্টা আগে পোস্ট করা এই স্ট্যাটাসের নিচে জড়ো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার লাইক। প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির পোস্টার শেয়ার করে চমৎকার ক্যাপশন লিখেছেন। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ছবি ‘স্কাই ইজ পিঙ্ক’। নিক জোনাস সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন।

২৭ বছর বয়সী নিক জোনাস লিখেছেন, ‘ছবিটা অনেক দিক থেকেই আমার হৃদয়ে ছুঁয়ে আছে। গল্পটা দুর্দান্ত। সাহসী এবং সুন্দর। প্রিয়াঙ্কা চোপড়া, এই ছবিতে একজন অভিনয়শিল্পী আর প্রযোজক হিসেবে তোমার কাজ দেখে আমি মুগ্ধ। এই ছবির মাধ্যমে তুমি আমাকে হাসিয়েছ, কাঁদিয়েছ ও অনুপ্রাণিত করেছ। আমি নিশ্চিত, এই ছবির মাধ্যমে তুমি অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করতে পারবে। তোমার নিজের জন্য গর্ব হওয়া উচিত। আর প্রত্যেকের উচিত ছবিটি দেখা।’

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির স্থিরচিত্র। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াঅন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, তিনি বলিউডে দারুণভাবে ফিরে আসতে চেয়েছেন। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির গল্পের তুলনা হয় না। ছবির গল্পটা মানুষকে জানানো জরুরি ছিল। বললেন, ‘আমি চরিত্র দেখে কাজ করি না। যে কাজ আমার কাছে চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলো আমাকে টানে। আমি এমন কিছু করতে চাই, যা আগে কখনো করিনি। আমি নিজেকে নিজের কাজ দিয়ে বিস্মিত করতে চাই।’

অন্যদিকে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির একটি ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জাল দুনিয়ায়। যে ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া আছেন, সেই ছবির প্রচারণার জন্য প্রযোজক বা পরিচালককে আলাদা করে ভাবতে হয় না। প্রিয়াঙ্কা নিজেই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। প্রিয়াঙ্কা চোপড়া একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বউ সেজেছেন প্রিয়াঙ্কা। অবশ্য তিনি তখন প্রিয়াঙ্কা নন। পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত আয়েশা চৌধুরীর মা।

বিয়ের সাজে তিনি আর ফারহান আখতার তখন পর্দায় সাত পাকে বাঁধা পড়বেন। আর লাল শাড়ির প্রিয়াঙ্কার পাশে ফারহানের পরনে তখন সাদা শেরওয়ানি। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মিস্টার এবং মিসেস চৌধুরী আপনাদের “দ্য স্কাই ইজ পিঙ্ক” ছবিটি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন।’

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

 

 

 

 

 

 

 

 

দিল্লির মেয়ে আয়েশা চৌধুরী পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত। বয়স ১৩। ফুসফুসের দুরারোগ্য এই রোগে আক্রান্ত ব্যক্তি ৩ থেকে ৫ বছর বাঁচে। কিন্তু আয়েশা চৌধুরী এই রোগের সঙ্গে লড়াই করেছেন ছয় বছর। এই সময়ে তিনি অসংখ্য হাল ছেড়ে দেওয়া মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন। আয়েশা চৌধুরীর পাশাপাশি সময়ের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা-বাবা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘ইঙ্ক কনফারেন্স’, ‘টেড টক’ আর ‘টেড এক্স’ মঞ্চে বক্তব্য রেখেছেন তিনি।

২০১৫ সালের ২৩ জানুয়ারি আয়েশা চৌধুরীর আত্মজীবনীমূলক বই ‘মাই লিটল এপিফ্যানিজ’ প্রকাশিত হয়। আর তার পরদিন মারা যান তিনি। ছবিতে আয়েশা চৌধুরীর ভূমিকার দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পী জাইরা ওয়াসিমকে। সোনালি বোস পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামীকাল ১১ অক্টোবর।

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner