Gallery

Advertisement

Main Ad

Travel

Technology

11

নাচোলে তথ্য ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম,নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ চত্বরে “তথ্যই শক্তি তথ্যই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকোর আয়োজনে তথ্য মেলা-২০১৯ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বনবিভাগের আয়োজনে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা স্টল গুলি পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার বুলবুল অহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শাহ মোঃ মুঞ্জুরুল ইসলাম , উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, সমাজ সেবা কর্মকর্তা আল গালিব, একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী প্রমুখ। ৩দিন ব্যপি তথ্য মেলায় মোট ১৭টি স্টল অংশগ্রহণ করেন। স্টল গুলি তাদের পন্য ও সেবা প্রদর্শন করেন।

এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে “তথ্য সবার অধিকার, থাকবেনা কেউ পেছনে আর”- প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ চত্বরে আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

Sports

Delivered by FeedBurner