Tuesday, October 15, 2019

নাচোলে জাতীয় স্যানিটেশন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: মোঃ মনিরুল ইসলাম,নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “নিশ্চিত হোক স্বাস্থ্য জীবন” “সকলের হাত, পরিছন্ন হোক” “সুন্দর হাত, সুন্দর ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্্যলী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাচোল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে
একটি র্্যলী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে র্্যলীটি শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুস সামাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন আর রশিদ, সমবয় কর্মকর্তা সুনিল কুমার, সমাজ সেবা কর্মকর্তা আলী গালিবসহ বিভিন্ন স্কুলের
শিক্ষক শিক্ষার্থীর।

No comments:

Post a Comment