Monday, October 7, 2019

মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে র‌্যালী। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: শেখ সাহেদ মিয়া,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দোগে শিশু অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে এক র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।
সোমবার ৭ই অক্টোবর  সকাল সাড়ে ৯টায় শিশু অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে এক র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মো:ফারুক আহমেদ পিপিএম(বার), জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ গ্রহন করেন।
আগামী ১০ই অক্টোবর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment