Friday, October 4, 2019

শারদীয় শুভেচ্ছা জানালেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান- সাঈদ মেহেদী। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ “ধর্ম যার যার উৎসব সবার‍” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাসহ দেশব্যাপী দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান- সাঈদ মেহেদী।

শারদীয় শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দূর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রতির পুণ্যভূমি সাতক্ষীরায় সকলে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসবকে আরও আনন্দময় করে তোলার এবং সকলে মিলে শান্তিপূর্ণভাবেই উৎসবটি পালন করার আহবান জানান তিনি।
পূজায় সনাতন ধর্মাবলম্বীকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রর্থনা করার জন্য তিনি আহবান জানান। শুভেচ্ছ বার্তায় তিনি শারদ উৎসবে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

No comments:

Post a Comment