আইসিটিনিউজ বিডি২৪: আহমেদ রুবেল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের, ভাটরা গ্ৰামের উত্তর পাড়া, ওয়াক্তিয়া নামায আদায়ের মসজিদ, এখন ও মাটির হওয়ায় বেহাল অবস্থা । উক্ত মসজিদের, সভাপতি মোঃ সাইফুল ইসলাম, এর সাথে কথা বলে জানা যায়, মসজিদটি, আনুমানিক প্রায়,২০ বছর আগের পুরাতন,কিন্তু মুচ্ছল্লিগণ বলেন, অত্র গ্ৰামে বেশির ভাগ গরীব পরিবার থাকায়, মসজিদের কোন, সম্পদ বা নগদ অর্থ না থাকার কারণে নাজেহাল অবস্থা, তাহারা আরো বলেন, উক্ত মসজিদে আমরা কোনদিন কোন সরকারি সাহায্য সহযোগিতা পাই নাই, তাই আমরা এই মাটির মসজিদে এখন ওয়াক্তিয়া নামায আদায় করে আসছি, উক্ত বিষয়টি সু-দৃষ্টিতে দেখার জন্য এমপি মহাদয় সহ উপজেলা চেয়ারম্যান ও সমাজের বিত্তশালীদের কাছে কতৃপক্ষের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসি ।
No comments:
Post a Comment