আইসিটিনিউজ বিডি২৪: লালমোহন প্রতিনিধি: ভোলা জেলার লালমোহন উপজেলাদিন কালমা ইউনিয়ন উত্তর শাখার যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান সম্রাট এর হোন্ডা আগুনে পুড়িয়েদেয় দূর্বৃত্তরা।
গত ৩১ সে অক্টোবর বৃহঃবার রাত ৩ ঘটিকার সময় ।
হোন্ডা মালিক মাহমুদুল হাসান সম্রাট আইসিটি নিউজ বিডি২৪ ডট কম প্রতিনিধি কে জানান রাত ২ঘটিকার সময় ঘুমিয়ে পরেন। কিন্তু দূর্বৃত্তরা ঘুমায়নি। তালা লক করা হোন্ডাটি কে টেনে-হেচরে রাস্তায় নিয়ে আগুনে পুড়িয়েদেন। ফজরের নামাজের পর দেখেন রাস্তার পাশে পরে আছে হোন্ডা পুরানো ছাই।
সম্রাট বলেন আমি র্দীঘদিন ছাত্র রাজনীতি করে আসছি আমার জানা মতে কারো ক্ষতি করি নাই। প্রয়োজনে উপকার করেছি নিজের পকেটের টাকা খরচ করে।
সম্রাট বলেন আমার কাউকে সন্দেহ হয়না তবে খবর দিয়ে রাখছি যদি উপযুক্ত খবর পাই তাহলে মামলা করবো।
No comments:
Post a Comment