Sunday, November 3, 2019

শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস উদযাপিত। আইসিটিনিউজ বিডি২৪

আইসিটিনিউজ বিডি২৪: আহমেদ রুবেল শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে ৪৮ তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে ।

শনিবার শিবগঞ্জ উপজেলা সমবায় অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে পালিত হয় দিবসটি ।

দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র‌্যালি শেষে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুুর রহমান, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুর রউফ, জগদীশ ও পুয়াগাড়ী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শ্রেষ্ঠ সমবায়ী মকবুূল হোসেন মৃধা । অনুষ্ঠানে ১১ জন সমবায়ী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

No comments:

Post a Comment